২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪, শনাক্ত ২৬১৭ সুস্থ ১১৮২ জন
১৩ আগস্ট ২০২০ ১৭:১৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ ১৭:৩৯
ঢাকা: গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৭ জন মৃত্যুবরণ করলেন।
এ ছাড়া ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৬১৭ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮২ জন নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৪ শতাংশ।
করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। সে তথ্য জানানো হয় ৩০ জুনের বুলেটিনে। এ ছাড়া ২ জুলাইয়ের বুলেটিনে সর্বোচ্চ রোগী শনাক্তের কথা জানানো হয়। ওইদিন শনাক্ত হন ৪০১৯ জন।
বুধবারের (১২ আগস্ট) তথ্য: গতকাল নভেল করোনাভাইরাসে ৪২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৫১৩ জন। একই সময় ২ হাজার ৯৯৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৩০ শতাংশ। সর্বমোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। রোগী শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় একজন মারা যান।
বর্তমানে করোনা পরিস্থিতিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রণে চলাচল আরোপ করেছে সরকার।