Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে লরির ধাক্কা, ২ বন্ধুর মধ্যে ১ জনের মৃত্যু


১৩ আগস্ট ২০২০ ১৩:৪৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ ১৩:৫০

ঢাকা: রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জারমিন জামান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গোপাল (২৮) নামে তার বন্ধু আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) রাত ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২ টার দিকে জারমিনকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিহতের বড় বোন রাকিবা আহমেদ বলেন, ‘আমরা মধ্য বাড্ডা এলাকায় থাকি। জারমিন আগে একটি কোম্পানিতে চাকরি করতো। বর্তমানে বেকার। গতকাল রাত আটটার দিকে নিজের মোটরসাইকেলে তার বন্ধু গোপালকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। তারা রাত ১১টার দিকে বাসায় ফিরছিল। তখন গোপাল মোটরসাইকেল চালাচ্ছিল। পথেই তারা দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমরা জারমিনের মৃতদেহ দেখতে পাই। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারছি না।’

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মধ্য বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে লড়ির ধাক্কায় মারা যায় জারমিন। রাতেই লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত গোপালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত্যু মোটরসাইকেল আরোহী লরির ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর