Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সুইস দূত


১২ আগস্ট ২০২০ ২২:৩৭ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ২২:৫৬

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ। এসময় তিনি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় জানান।

বুধবার (১২ আগস্ট) বিকেলে শিউআখ পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে। ঢাকার সুইজারল্যান্ড মিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ড মিশন জানায়, নবনিযুক্ত রাষ্ট্রদূত শিউআখ পরিচয়পত্র পেশ করার পর বলেন, গত ৪৮ বছর ধরে দুই দেশ বহু ক্ষেত্রে চমৎকার সম্পর্ক ধরে রেখেছে এবং কঠিন সময়েও একে অন্যের পাশে দাঁড়িয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার জন্য তিনি সামনের দিনগুলোতে কাজ করে যাবেন।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে নাথালি শিউআখ সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মানবিক সহায়তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এ ছাড়া তিনি নিউইয়র্কে জাতিসংঘের সুইস মিশনে রাজনৈতিক সমন্বয়কের পদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকার সুইজারল্যান্ড মিশন থেকে আরও জানান হয়, সংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড ও বাংলাদেশের  মধ্যকার দীর্ঘস্থায়ী সুসম্পর্ক গড়ে উঠেছে। মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতা প্রথম দিকে দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা করে, যা আজও প্রাধান্য পেয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণেও দুই দেশ মনোনিবেশ করছে।

বিজ্ঞাপন

সুইস মিশন বলছে, কোভিড-১৯ মোকাবিলা ও এই অভূতপূর্ব সংকট থেকে উত্তরণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে এবং এরই মধ্যে ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কেরও বেশি (৭০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়, সুরক্ষা ও সহায়তা প্রদানে সুইজারল্যান্ড বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্ব ও সংহতির ভিত্তিতে কাজ করে যাবে। গণতান্ত্রিক শাসন ও মানবাধিকারসহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও গঠনমূলকভাবে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে।

নাথালি শিউআখ পরিচয়পত্র পেশ বঙ্গভবন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর