Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনার ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত আগামী সপ্তাহে’


১২ আগস্ট ২০২০ ২২:০১ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ ১১:১১

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন কেনার বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার ( ১২ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন কেনার বিষয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের মিটিং করার কথা রয়েছে। ওই মিটিংয়ে আমরা আরও সিদ্ধান্ত নেব যে, চীনকে আমরা ভ্যাকসিন ট্রায়াল দিতে দেব কিনা? এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমতি পেলে আমরা জানবো চীন আমাদের কতজনের ওপরে ট্রায়াল করবে এবং কত টাকা দেবে? ট্রায়াল হলে চীন কি শর্তে ভ্যাকসিন দেবে এসব পর্যালোচনা করেই তাদের ট্রায়ালের অনুমতি দেওয়া হবে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস প্রতিরোধক টিকা সংগ্রহের জন্য একটা সোর্সের ওপর নির্ভর করলে তা সহজে পাওয়া কঠিন হয়ে যাবে বলে বৈঠকে উল্লেখ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সে ক্ষেত্রে একাধিক সোর্স থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করতে পারি।’

তিনি এ বিষয়ে ভ্যাকসিন তৈরি করা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের একটা চুক্তিতে যাওয়ার ওপরে জোর দেন। রাশিয়া থেকে পাওয়ার জন্য সোর্সের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ জন্য আমাদের পর্যাপ্ত বরাদ্দও রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের মর্ডাননসহ যারা ভ্যাকসিন আবিষ্কার করেছে তাদের থেকে ভ্যাকসিন নিতে মধ্যম কোম্পানি গুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন এ বিষয়ে কোনো চুক্তি কিংবা আগে যদি পেতে চাই সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে।’

বিজ্ঞাপন

করোনা করোনা মোকাবিলা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর