বৃহস্পতিবার গ্যাস থাকবে না তেজগাঁও স্টেশন-তেজকুনিপাড়া-নাখালপাড়ায়
১২ আগস্ট ২০২০ ২০:০১
ঢাকা: জরুরি গ্যাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, সংশ্লিষ্ট এলাকাগুলোকে মাইকিং করেও গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য প্রচার করা হয়েছে।
গ্যাস সরবরাহ গ্যাস সরবরাহ বন্ধ টপ নিউজ তিতাস গ্যাস তেজকুনিপাড়া তেজগাঁও নাখালপাড়া