২৪ ঘণ্টায় মৃত ৪২, শনাক্ত ২৯৯৫ জন
১২ আগস্ট ২০২০ ১৬:৪৬ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৮:৩০
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫১৩ জন। একই সময় ২ হাজার ৯৯৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৯ জনে গিয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ সব তথ্য পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৫০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৫১টি।
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ২ হাজার ৯৯৫ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ।
এ পর্যন্ত সারাদেশে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫১৩ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ।
করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। সে তথ্য জানানো হয় ৩০ জুনের বুলেটিনে। এ ছাড়া ২ জুলাইয়ের বুলেটিনে সর্বোচ্চ রোগী শনাক্তের কথা জানানো হয়। ওইদিন শনাক্ত হন ৪০১৯ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। রোগী শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় একজন মারা যান।
বর্তমানে করোনা পরিস্থিতিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রণে চলাচল আরোপ করেছে সরকার।