Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে লিফটের ফাঁক গলে পড়ে লিফটম্যানের মৃত্যু


১২ আগস্ট ২০২০ ১৩:৫৪

ঢাকা: রাজধানীর মালিবাগ মোড়ে একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সুমন দেবনাথ (২৫) নামে এক লিফটম্যানের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুমনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। সে মালিবাগ মোড়ের ৮০/এ নম্বর বাসাটিতেই থাকতো।

ভবনের ভাড়াটিয়া মাইনুল হাসান জানান, ছোটবেলা থেকে তাদের বাসায় কাজ করতো সুমন। এখন ওই ভবনের লিফটম্যানের কাজ করে। সকালে ১৬তলা ওই ভবনের লিফটটি চালু করে সে। কিন্তু হঠাৎ করেই লিফট বন্ধ হয়ে গেলে সে ছয়তলায় লিফটের দরজা খুলে নিচের দিকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে। তখন চারতলায় আটকে পড়া লিফটের উপর পরে সে গুরুতর আহত হয়। পরে সুমনকে হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মালিবাগ মৃত্যু লিফটম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর