Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগ নিয়ে মন্তব্য, আইনজীবী মামুন মাহবুবকে আপিলে তলব


১২ আগস্ট ২০২০ ১২:৪৮ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৪:৩৯

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট করায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২০ আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে।

আইনজীবী মামুন মাহবুবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৯ আগস্টের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১১ আগস্ট ওই আইনজীবী তার ফেসবুক অ্যাকাউন্টে মাত্র ১৮টি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে আদালত খোলা এবং আদালতের স্বাস্থ্যবিধি নিয়ে বিরূপ পোস্ট করেন।

করোনা টপ নিউজ বিচার মন্তব্য রিরূপ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর