Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের মাঝে ১১ হাজার ৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার


১১ আগস্ট ২০২০ ১৭:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২০ ১৭:৩৪

ঢাকা: সম্প্রতিকালের অতিরিক্ত বন্যায় দেশের ৩৩টি জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে ৯ লাখ ৭৪ হাজার ৩১৩টি পরিবারের ৫৪ লাখ ৫১ হাজার ৫৮৬ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মারা গেছেন ৪১ জন। ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকার এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও বলা হয়, দেশের রাজধানী ঢাকাসহ গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে কয়েকদফা বন্যা হয়েছে।

বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৬৫টি এবং ইউনিয়নের সংখ্যা ১ হাজার ৮৬টি। পানিবন্দি পরিবার সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৩১৩টি এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৪ লাখ ৫১ হাজার ৫৮৬ জন। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন।

বন্যা কবলিত জেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১ হাজার ২৯৫টি। আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ৪০ হাজার ৩৬০ জন। আশ্রয় কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৬৭ হাজার ৪০৮টি। বন্যাকবলিত জেলাসমূহে মেডিকেল টিম গঠন করা হয়েছে ৮২৪টি এবং বর্তমানে চালু আছে ২৫৮টি।

ক্ষতিগ্রস্থদের মাঝে সরকার এ পর্যন্ত ১১ হাজার ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করেছে। বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৯১ লাখ ১৩ হাজার ৮৫৬ টাকা। গোখাদ্য ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ ১ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৬৮ হাজার এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৩৬ প্যাকেট।

বিজ্ঞাপন

এছাড়া ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ বান্ডিল এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মঞ্জুরী বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ১২ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৩ লাখ টাকা ।

ত্রাণ বন্যা বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর