Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরের নবাবগঞ্জে কলেজ শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪


১১ আগস্ট ২০২০ ১৬:৫৩

দিনাজপুর (হিলি): দিনাজপুরের নবাবগঞ্জ আশুরার বিল জাতীয় উদ্যানে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— শওগুনখোলা এলাকার শরিয়াত হোসেনের ছেলে শাহিনুর (৩০) ,মৃত-ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩১), ফতেপুর এলাকার আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। এদের মধ্যে শওগুনখোলা এলাকার মৃত খলিলের ছেলে রেজুয়ানুল (২০) পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, সোমবার দুপুরে নবাবগঞ্জে এক বন্ধুর সঙ্গে আশুরার বিলে ঘুরতে যান ওই শিক্ষার্থী। এসময় শাহিনুরের নেতৃত্বে পাঁচজন যুবক শিক্ষার্থীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর বন্ধু রিয়াজুল ইসলাম বাদি নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ধর্ষণকারীকে চিহ্নিত করে। আটককৃতদের আজ সকাল ১০ টায় দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

কলেজ শিক্ষার্থী ধর্ষণ দিনাজপুর নবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর