Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল হকের ইউটার্নের স্বপ্ন বাস্তবায়ন ডিসেম্বরের মধ্যেই: আতিকুল


১১ আগস্ট ২০২০ ১৫:৪২ | আপডেট: ১১ আগস্ট ২০২০ ১৫:৫৬

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক রাজধানীর যানজট নিরসনে ১০টি ইউটার্ন নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন নগরবাসীকে। কিন্তু তার মৃত্যুতে থেমে যায় সে স্বপ্নের বাস্তবায়ন। তবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মেয়র আনিসুল হকের সে স্বপ্ন বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর এয়ারপোর্ট রোডের কাওলা থেকে তেজগাঁও নাবিস্কো পর্যন্ত ইউটার্নগুলোর নির্মাণ কাজ ‌পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন মেয়র।

বিজ্ঞাপন

ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত দশটি ইউটার্নের কাজ সম্পন্ন হবে। আমরা দেখেছি উত্তরায় রাজলক্ষ্মীর সামনে এবং জসীমউদ্দীন মোড়ে কী রকম জ্যাম হতো। এই কাজটির পরিকল্পনা ২০১৬ সালে নেওয়া হয়েছিল। মেয়র আনিসুল হকের মৃত্যুতে কাজটি থমকে গিয়েছিল। আমি নয় মাসের জন্য নির্বাচিত হওয়ার পরে আমার একটা কমিটমেন্ট ছিল যে, আনিসুল হকের এই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তার স্বপ্নগুলোর মধ্যে এটি অন্যতম ছিল।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর এটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেল এখানে সড়ক ও জনপদের জমি আছে। এছাড়া আরও অনেকগুলো বাধা ছিল। আমরা মিটিং করে সবগুলো বাধা নিষ্পন্ন করি। রোডস অ্যান্ড হাইওয়েজের জায়গা আমাদের কিনে নিতে হয়েছে, ক্ষতিপূরণ দিতে হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে গিয়ে এতদিন সময় অতিবাহিত হয়েছে।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা থেকে তেজগাঁও নাবিস্কো পর্যন্ত যেতে এখন যে সময় ব্যয় হয় তার শতকরা ৭০ ভাগ সময় কমে যাবে। এই কাজটি শেষ করতে পারলে জনগণ অনেক উপকৃত হবে। এর প্রমাণ আপনারা পেয়েছেন উত্তরায় রাজলক্ষ্মী সামনে এবং জসিম উদ্দিন মোড়ে। ভালো কাজগুলো কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। এই শহরকে সুন্দর করতেই হবে।’

বিজ্ঞাপন

এ সময় ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউটার্ন যানজট স্বপ্নের বাস্তবায়ন