Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পেঁয়াজের কেজি ১৪ টাকা


১১ আগস্ট ২০২০ ১৩:৫৫ | আপডেট: ১১ আগস্ট ২০২০ ১৫:৪৫

হিলি: হিলি স্থলবন্দরের আড়ৎ ও খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে প্রতিকেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা। যে পেঁয়াজগুলো ঈদের আগে বিক্রি হয়েছে কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা।

হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক জানান, বন্দরে আমদানিকৃত পেঁয়াজগুলো ভারতের নাসিক, পাটনা, ভেলুরসহ বিভিন্ন প্রদেশ থেকে আসে। আর হিলি বন্দর আসতে সময় লাগে ৫ থেকে ৭ দিন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে ক্রেতা সংকট থাকায় অতিরিক্ত গরমে পেঁয়াজের গুণগত মান নষ্টের আশঙ্কায় কম দামে বিক্রি করতে হচ্ছে।

বিজ্ঞাপন

বগুড়া থেকে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন পাইকার জানান, ঈদের আগে পেঁয়াজের দাম অনেকটা বেশি ছিলো। তবে এখন হিলি বাজারে পেঁয়াজের দাম আগের থেকে কমেছে। আগে যে পেঁয়াজগুলো কিনেছি ২২ থেকে ২৫ টাকা সেই পেঁয়াজ এখন কিনছি ১৪ থেকে ১৫ টাকা। কম দামে কিনে বাজারে গিয়ে কম দামে বিক্রি করতে পারবো।

এদিকে খুচরা ক্রেতারা জানান, পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মাঝে। এরকম কম দাম থাকা তাদের জন্য ভালো।

আমদানি পেঁয়াজ পেঁয়াজের দাম হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর