Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের পাল্টা নিষেধাজ্ঞার মুখে ১১ মার্কিনি


১১ আগস্ট ২০২০ ০০:১১ | আপডেট: ১১ আগস্ট ২০২০ ০০:১৬

হংকং ইস্যুতে ১১ চীনপন্থি কর্মকর্তার ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এবার চীন যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটরসহ ১১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর বিবিসি।

সোমবার (১০ আগস্ট) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ব্যাপারে জানানো হয়েছে।

আরও পড়ুন – মার্কিন নিষেধাজ্ঞার মুখে ক্যারি লামসহ ১১ কর্মকর্তা

এর আগে, হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ এনে শুক্রবার (৭ আগস্ট) প্রধান নির্বাহী ক্যারি লামসহ ১১ চীনপন্থি কর্মকর্তার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে, বেইজিং যাদের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে সিনেটর টেড ক্রুজ, মার্কো রুবিও, টম কটন, জশ হলি এবং প্যাট টমি রয়েছেন। এছাড়াও, ওই তালিকায় যুক্তরাষ্ট্রের পাঁচটি এনজিও প্রধানের নামও আছে।

যুক্তরাষ্ট্রের ভুল আচরণের জবাব দিতে চীন দেশটির বেশ কয়েকজন নাগরিকের (যারা হংকং ইস্যুতে অতি উৎসাহীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন) ‍ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে – এমনটাই জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে, তাদের নিষেধাজ্ঞার আওতায় কী কী থাকবে সে বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশের মধ্যে গত কয়েক বছর ধরেই বাণিজ্য যুদ্ধ চলছে। তার মধ্যে হংকংয়ের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে শুরু হওয়া আন্দোলন দমনে সেখানে চীনের নতুন নিরাপত্তা আইন জারি এবং বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নিয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তথ্য গোপনের অভিযোগ ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে চরম ‍অবনতির দিকে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন

ওয়াশিংটন চীন নিষেধাজ্ঞা বেইজিং যুক্তরাষ্ট্র হংকং

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর