Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবমেরিন ক্যাবল কাটার ঘটনায় পৌর মেয়রের ভাইসহ গ্রেফতার ২


১০ আগস্ট ২০২০ ২০:৫২

কুয়াকাটা: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ক্যাবল কাটার ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে মামলার অন্যতম আসামি কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লা ও তার সহযোগী আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, রোববার রাতে ক্যাবেল কাটার ঘটনায় ৫ জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা করে ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষ।

উল্লেখ, গতকাল দুপুরে এক্সাভেটর দিয়ে মাটি কেটে তোলার সময় ভূগর্ভস্থ সাবমেরিন ক্যাবল কেটে ২০ ফুট ওপরে উঠে যায়। ফলে দেশজুড়ে গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়েন। পরে দীর্ঘ ১৩ ঘণ্টা পর সেটি মেরামত করে চালু করা হয়।

কুয়াকাটা ক্যাবল কাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন