Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ৩ খুনির বিষয়ে সঠিক তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী


১০ আগস্ট ২০২০ ২০:৪২ | আপডেট: ১১ আগস্ট ২০২০ ০২:১২

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ জন খুনির মধ্যে ৫ জনের বিচার এখনও সম্পন্ন করা যায়নি। এর মধ্যে তিনজন খুনির বিষয়ে সঠিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে. আব্দুল মোমেন।

সোমবার ( ১০ আগস্ট) সারাবাংলা ফোকাস অনুষ্ঠানে আগস্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবাংলা ডটনেটের স্পেশাল করেসপন্ডেন্ট এমএকে জিলানী।

বিজ্ঞাপন

আব্দুল মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর কিছু ঘাতকের সাজা হয়েছে। ১২ জনের মধ্যে পাঁচজন ছাড়া সবার শাস্তি হয়েছে। এ সব খুনিদের আমরা আইনের মুখোমুখি করেছি। পাঁচজন খুনি বিদেশে লুকিয়ে আছে। ১৯৭৫ থেকে ৯৬ সাল এই ২১ বছর এসব খুনিরা বিভিন্ন দূতাবাস এবং বড়বড় স্থানে কাজ করেছে। জাতির পিতার হত্যা মামলাটি যথাসময়ে হয়নি। যারা করতে পারেনি তাদের জন্য এটা লজ্জার। পাবলিকলি সবার সামনে এদের ক্ষমা চাওয়া উচিত। এই খুনিদের যারা সহায়তা করেছে তাদেরও বিচার হবে। এজন্য একটি কমিশন গঠন করার সময় এসেছে। জনমত তৈরি হলে সরকার অবশ্যই কমিশন গঠন করবে। তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।’

খুনিদের বিষয়ে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে যে খুনি আছে তাকেও খুব দ্রুত দেশে পাঠানো হবে বলে আশা করি। এ জন্য প্রবাসীদের সোচ্চার হতে হবে। কানাডায় যে খুনি আছে সেখানে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কানাডা সরকার আইনের দোহায় দিয়ে বিষয়টি বিলম্ব করছে। আত্মস্বীকৃত ঘাতকদের ব্যাপারে কানাডার সজাগ হওয়া উচিত। আর মুজিববর্ষেই আমরা এই খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে বঙ্গবন্ধুর বাকি তিন খুনিদের বিষয়ে আমাদের কাছে সঠিক তথ্য নেই। তারা বিদেশে বা বিভিন্ন অ্যাম্বাসিতে কাজ করায় কোথায় আছে, কী ধরনের পাসপোর্ট নিয়েছে আমরা সঠিক জানি না। এ বিষয়ে অনেক বছর কেউ কোন উদ্যোগ নেয়নি। কোথায় থাকে, কী করে, কীভাবে থাকে, কী নামে থাকে সে সম্পর্কে আমাদের তথ্যের দুর্বলতা আছে। আমি মন্ত্রী হওয়ার পরে প্রত্যেক মিশনে জানিয়েছি তাদের তথ্য সংগ্রহ করতে।’

বিজ্ঞাপন

প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে প্রবাসী ভাইদের আরও সোচ্চার হতে হবে। এ ছাড়া প্রবাসী ভাইরা যদি তাদের কোনো তথ্য পান আমাদেরকে জানাবেন। যাতে আমরা আমাদের গ্লানি লজ্জা দূর করতে পারি। ঘাতকদের শাস্তি দিয়ে আমাদের জাতীয় লজ্জা দূর করতে চাই। এ বিষয়ে সব দলকে এগিয়ে আসা উচিত। অবশ্যই বাংলার মাটিতে তাদের বিচার হবে।’

খুনিদের খুঁজে বের করতে মিশন বা গোয়েন্দা সংস্থাগুলো কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমরা যথার্থ উদ্যোগ নিয়েছি। আমাদের কাজ চলছে। বিশেষ করে মুজিববর্ষে আমরা যদি ঘাতকদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে পারি তাহলে মনে তৃপ্তি আসবে। এটা আমাদের অর্জন বলে মনে করব।’

বঙ্গবন্ধুর সঙ্গে কাজের অভিজ্ঞা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছি এবং এখন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করছি। আমি খুব ভাগ্যবান বঙ্গবন্ধু আমাকে চিনতেন এবং আমাকে নাম ধরে ডাকতেন।’

প্রবাসীদের সুরক্ষা দেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছি জানিয়ে মন্ত্রী মোমেন আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের অনেক প্রবাসী থাকে। করোনার মধ্যে তাদের থাকা খাওয়ার অনেক সমস্যার সৃষ্টি হয়। আমরা তখন তাদের জন্য সেসব দেশের সরকারের সঙ্গে কথা বলে খাওয়ার ব্যবস্থা করি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা পাঠাই। এ ছাড়া প্রবাসীদের যারা চাকরিচ্যুত করতে চাই তাদের বলি প্রবাসীদের সকল দেনা পরিশোধ করতে এবং ৬ মাসের বেতন দিতে। কিছু কিছু দেশ তাদের সেই কথাও রাখে। এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার প্রবাসী দেশে এসেছে। সামনে আরও আসবে বলে মনে করি।’

প্রবাসীদের কাজের ব্যবস্থা বিষয়ে মোমেন আরও বলেন, ‘প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী ২০০ কোটি টাকা দিয়েছেন। যারা বিভিন্ন দেশের জেলে ছিলো আমরা তাদের কিছু ফান্ড দিয়েছি। এছাড়া ব্যাংকে প্রধানমন্ত্রী আরও ৫০০ কোটি টাকা দিয়েছেন যাতে প্রবাসীরা কম সুদে ঋণ নিয়ে কৃষি বা ব্যবসা করতে পারে। এছাড়া প্রবাসীদের বিভিন্ন দেশে চাকরির ব্যবস্থা করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আবুল মোমেন টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর