Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিন ধরে সাগরে ভাসমান নৌকা থেকে ২০ জেলে উদ্ধার


১০ আগস্ট ২০২০ ১৮:৪৪

চট্টগ্রাম ব্যুরো: ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে বঙ্গোপসাগরে ভাসমান একটি মাছ ধরার নৌকা থেকে ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার জেলেরা সুস্থ আছেন বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলার লাবণী পয়েন্ট থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর সাগর থেকে জেলেদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের পূর্ব জোনের কর্মকর্তা (গণমাধ্যম) লে. শাহ জিয়া রহমান সারাবাংলাকে জানান, ৭ আগস্ট মাছ ধরার জন্য নৌকা এফভি আনিষা-১ সাগরে যায়। পরদিন ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে। সোমবার ভোর ৫টার দিকে কোস্টগার্ড স্টেশনে এ খবর পাবার পর সেটিকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। কোস্টগার্ড সদস্যর দ্রুত নৌকাটির অবস্থান শনাক্ত করে এবং ২০ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনে।

উদ্ধার করা নৌকা এবং জেলেদের এদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

২০ জেলে উদ্ধার কক্সবাজার কোস্টগার্ড বঙ্গোপসাগর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর