Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে ব্র্যাকের নমুনা সংগ্রহের মেয়াদ বাড়লো


১০ আগস্ট ২০২০ ১৬:৪১

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় নমুনা সংগ্রহের জন্য ৩৮টি বুথ স্থাপন করে ব্র্যাক। ১১ মে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে করা এক সমঝোতা চুক্তিতে ৩১ আগস্ট পর্যন্ত নমুনা সংগ্রহ করার কথা ছিল প্রতিষ্ঠানটির। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বুথগুলি চালু রাখবে বলে জানিয়েছে ব্র্যাক।

সোমবার (১০ আগস্ট) ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি কার্যক্রমের সহযোগী পরিচালক মোর্শেদা চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর দেওয়া এই চিঠিতে জানানো হয়, স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় ও ব্র্যাকের পরিচালনায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ বুথসমূহে নমুনা সংগ্রহের জন্য একটি পারষ্পরিক সমঝোতা চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ১১ মে থেকে ব্র্যাক সফলভাবে এই নমুনা সংগ্রহ কার্যক্রমের সমাপ্তি হবে। বর্তমানে ব্র্যাকের পরিচালিত ৩৮টি নমুনা সংগ্রহ বুথ ঢাকা শহরের বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করে সরকার নির্ধারিত ল্যাবে জমা দিচ্ছে।

কোভিড-১৯ দুর্যোগ মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত উল্লেখ করে চিঠিতে বলা হয়, সম্প্রতি ব্র্যাক বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় নমুনা সংগ্রহ বুথগুলোর কার্যক্রম ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি এই প্রক্রিয়ায়, ব্র্যাকের সঙ্গে পূর্বে সম্পাদিত পারস্পরিক সমঝোতা স্মারকটির মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন।

নমুনা সংগ্রহের কার্যক্রমে ব্র্যাকের কার্যক্রম মেয়াদ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে।

বিজ্ঞাপন

ব্র্যাক সমঝোতা চুক্তি স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর