প্রতিবেদনে বর্ণবাদ: ক্ষমা চাইল বিবিসি
১০ আগস্ট ২০২০ ০৯:১৯ | আপডেট: ১০ আগস্ট ২০২০ ০৯:২৪
জনপ্রিয় সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) তাদের এক প্রতিবেদনে ‘ভুলক্রমে’ বর্ণবাদী শব্দ ব্যবহার করায় ক্ষমা চেয়েছে।
ওই প্রতিবেদনের ব্যাপারে সাড়ে ১৮ হাজার আপত্তি আসার পর, রোববার (৯ আগস্ট) বিবিসির পক্ষে করপোরেশনের ডিরেক্টর জেনারেল টনি হল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন।
এর আগে, বিবিসি নিউজ চ্যানেল এবং পয়েন্ট ওয়েস্টে ব্রিস্টল হামলার ব্যাপারে ওই বর্ণবাদী শব্দ সম্বলিত প্রতিবেদনটি জুলাইয়ের ২৯ তারিখে সম্প্রচারিত হয়েছিল।
এদিকে, প্রতিবেদনে বর্ণবাদী শব্দ ব্যবহারের প্রতিবাদে শনিবার (৮ আগস্ট) বিবিসি রেডিও ওয়ান এক্সট্রা’র ডিস্ক জকি (ডিজে) ডেভিড হুইটলি পদত্যাগ করেন। এছাড়াও, বিবিসি স্টাফ, রাজনীতিবিদ এবং সাধারণ জনতা ওই প্রতিবেদনের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
এ ব্যাপারে ডেভিড হুইটলি এক টুইটার বার্তায় বলেন, বিবিসির সম্পাদনা পরিষদ প্রতিবেদনে এ ধরনের আপত্তিকর শব্দের বৈধতা দিয়ে কৃষাঙ্গদের গালে চড় কষানোর মতো পরিস্থিতি তৈরি করেছে।
এর জবাবে টনি হল বলেছেন, ওই প্রতিবেদনের ব্যাপারে বিবিসির অন্য কোনো উপায় অবলম্বন করা দরকার ছিল। ভবিষ্যতে প্রতিবেদনে শব্দ ব্যবহারের ক্ষেত্রে বিবিসি আরও সচেতন থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো জাতিগত দ্বন্দ্ব তৈরি নয় বরং বিবিসির উদ্দেশ্য ছিল ওই হামলার ব্যাপারে বিশদ বিবরণ তুলে ধরা। কিন্তু, ভুলক্রমে বর্ণবাদী শব্দটি ব্যবহার করার কারণে সংস্থাটি অস্বস্তির মধ্যে পড়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে আপত্তি জানানোর নিয়মটি সংযুক্ত হওয়ার পর থেকে এই ইস্যুতে দ্বিতীয় সর্বোচ্চ আপত্তি জমা হয়েছিল। তার প্রেক্ষিতেই করপোরেশনের শীর্ষ পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটলো।
ক্ষমা প্রার্থনা টপ নিউজ বর্ণবাদী প্রতিবেদন ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)