Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাইমুড়ীতে বাসচাপায় যুবকের মৃত্যু


১০ আগস্ট ২০২০ ০৫:২৩

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি হ্যান্ড ট্রাক্টরকে যাত্রীবাহী বাস চাপা দিলে হ্যান্ড ট্রাক্টরের চালক মো. সুজন (২৩) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

রোবাবর (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী প্রধান সড়কের আয়েশা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার বগাদিয়া এলাকার হারিছ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজের হ্যান্ড ট্রাক্টর নিয়ে বগাদিয়া থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলেন সুজন। এসময় চৌমুহনীর দিকে যাওয়া ‘উপকূল সার্ভিসের’ একটি যাত্রীবাহী বাস সুজনের হ্যান্ড ট্রাক্টটিকে চাপা দিলে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়লে চালক সুজন নিহত হয়।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা বাসচাপা হ্যান্ড ট্রাক্টর

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর