টেলিমেডিসিনের কারণে করোনার সংক্রমণ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
৯ আগস্ট ২০২০ ২২:০২
ঢাকা: টেলিমেডিসিন সেবা দেওয়ার কারণে দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার যেমন কমেছে, তেমনি মৃত্যুর সংখ্যাও কমে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, মানুষ এখন বাড়িতে থেকেই চিকিৎসা সেবা নিচ্ছেন। করোনা আক্রান্তদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলেই হাসপাতালমুখী হচ্ছে কম।
রোববার (৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমেছে। যদি না কমতো তাহলে হাসপাতালে ৬০ থেকে ৭০ ভাগ সিট খালি থাকতো না। দেশে পাঁচ হাজার ডাক্তার টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।’ মুমূর্ষু রোগী ছাড়া হাসপাতালে কেউ ভর্তি হয় না বলে জানান তিনি।
দেশে করোনা পরীক্ষার সংখ্যা কমে আসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষ বাসায় চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে, তাই টেস্টের সংখ্যা কমেছে। এছাড়া বন্যার কারণে মানুষের মধ্যে টেস্ট করার অনীহা সৃষ্টি হয়েছে।’
তিনি আরও জানান, ‘করোনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই। এখন করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। আক্রান্তদের সুস্থ হওয়ার হার প্রায় ৬০ শতাংশ। দেশের জেলাগুলো থেকে আক্রান্তের তথ্য কম আসছে। মৃত্যুও কমছে।’
করোনা সংক্রমণ জাহিদ মালেক টপ নিউজ টেলিমেডিসিন স্বাস্থ্যমন্ত্রী