লেবাননের পথে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’
৯ আগস্ট ২০২০ ২১:৫৮ | আপডেট: ১০ আগস্ট ২০২০ ০০:১৫
চট্টগ্রাম ব্যুরো: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের পথে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’। রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় জাহাজটি চট্টগ্রাম নৌ জেটি থেকে লেবাননের উদ্দেশে রওনা দেয়।
নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম মাহ্ব-উল ইসলাম জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এসময় নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা সেখানে ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে মোট ১৫ জন কর্মকর্তা এবং ৯৫ জন নাবিক শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবানন যাচ্ছেন।
জাতিসংঘের মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের অধীনে ভূ-মধ্যসাগরে বর্তমানে নৌবাহিনীর আরেকটি যুদ্ধজাহাজ ‘বিজয়’ দায়িত্বরত আছে। যুদ্ধজাহাজ সংগ্রাম পৌঁছানোর পর দুই বছর আট মাস দায়িত্ব পালন শেষে বিজয় দায়িত্ব হস্তান্তর করবে।
যুদ্ধজাহাজ বিজয়কে প্রতিস্থাপনের জন্য গত ১৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রামকে কমিশনিং করেন।
২০১০ সাল থেকে লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে।
চট্টগ্রাম নৌ জেটি টপ নিউজ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবানন শান্তিরক্ষা সংগ্রাম