Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের নথি চুরির দায়ে আনোয়ারের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ


৯ আগস্ট ২০২০ ২০:৫৫

ঢাকা: আদালতের নথি চুরির অভিযোগে চাঁদপুরের আনোয়ার হোসেনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার জামিন চেয়ে করা আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

রোববার (৯ আগস্ট) বিচারপতি ফরিদ আহমেদের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুরুতর উল্লেখ এ নির্দেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. নাছির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ নভেম্বর আসামি আনোয়ার হোসেন একটি গাঁজার মামলার আসামি থাকা অবস্থায় আইনজীবী সহকারীর সহযোগিতায় আদালত থেকে নথিটি সরিয়ে পুড়িয়ে ফেলে। পরে নথি খোঁজাখুজি করে না পেয়ে পেশকার আইনজীবী সহকারী রিয়াদ পাটোয়ারী ও আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের ১৫ মার্চ মামলা দায়ের করে। মামলার বাদী উল্লেখ করেন তারা ঘটনার দিন এজলাস কক্ষে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করেছিলেন। নথিটি ছিল জি আর ১৪৪/১১ (সদর)। টাকার বিনিময়ে আইনজীবী সহকারী নথিটি চুরি করে আনোয়ারকে দেয়। তারা আরও নথি চুরি করেছে বলেও স্বীকার করে।

২০১৮ সালের ২৯ মার্চ থেকে জেল হাজতে রয়েছে আনোয়ার হোসেন।

আদালত চুরি নথি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর