মেজর সিনহাকে খুব কাছ থেকে গুলি করা হয়: ময়নাতদন্ত প্রতিবেদন
৯ আগস্ট ২০২০ ১৮:০৯ | আপডেট: ৯ আগস্ট ২০২০ ২২:১৯
ঢাকা: কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ময়নাতদন্ত প্রতিবেদন র্যাবের কাছে জমা দিয়েছে পুলিশ। রোববার কক্সবাজার সিভিল সার্জনের মাধ্যমে র্যাবের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে– খুব কাছ থেকে সিনহাকে গুলি করা হয়। তাকে তিনটি গুলি করা হয়েছে। গুলিগুলো দেহে ঢোকার পর বেরিয়ে গেছে। এ কারণে তার শরীরে গুলির ছয়টি চিহ্ন পাওয়া গেছে। তিনটি গুলির দুটি সিনহার বুকে একটি বাম হাতের বাহুতে লাগে।
প্রতিবেদনে বলা হয় সিনহার গলা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
৭ জুলাই কক্সবাজার সদর হাসপাতালের আরএমও শাহীন আবদুর রহমান ময়নাতদন্ত শেষে প্রতিবেদনটি সিভিল সার্জনের মাধ্যমে পুলিশ সুপারের কাছে পাঠান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পুলিশ সুপার সেটি তদন্তকারী সংস্থা র্যাবের কাছে পাঠান।
গত ৩ জুলাই স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান সিনহা।
৩১ জুলাই ঈদের আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
পরে গত বুধবার তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। সিনহার বোনের করা মামলায় আসামিরা হলেন সদ্য সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদ্য সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত।
বাকি চার আসামি এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।
মামলার পরদিন ওসি প্রদীপ, ইনপেক্টর লিয়াকতসহ পুলিশের সাত আসামি আত্মসমর্পণ করেন।
এ ঘটনায় সাময়িক বরখাস্তসহ ওসি প্রদীপসহ পুলিশের তিন সদস্য ১০ দিন করে রিমান্ডে রয়েছেন। বাকি তিনজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন
‘মেজর সিনহা নিহতের ঘটনা দুঃখজনক, জড়িত কেউ ছাড় পাবে না’
মেজর সিনহা নিহতের ঘটনায় টেকনাফের ওসি প্রত্যাহার
মেজর সিনহার মাকে টেলিফোন, বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর
পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যু: আরও ‘শক্তিশালী’ তদন্ত কমিটি
‘সিনহার মৃত্যুকে ইস্যু করে সরকার হঠানোর স্বপ্ন দেখছে কেউ কেউ’
‘সিনহা নিহতের ঘটনায় সেনাবাহিনী-পুলিশের সম্পর্কে চিড় ধরবে না’
সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত কারাগারে
সিনহা নিহতের ঘটনা বিচ্ছিন্ন নয়, ক্রসফায়ার বিকাশের উদাহরণ: টিআইবি
৩ মাসের মধ্যে সিনহা হত্যার বিচার ও দোষীদের ফাঁসি চায় রাওয়া
কক্সবাজার টপ নিউজ টেকনাফ মেরিন ড্রাইভ ময়নাতদন্ত প্রতিবেদন রাশেদ সিনহা মো. রাশেদ