Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে দোকানে ঢুকে ব্যবসায়িকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই


৯ আগস্ট ২০২০ ১৭:৫৬

নড়াইল: নড়াইলে দোকানে ঢুকে দিন-দুপুরে সোহাগ রানা নামে এক ব্যবসায়িয়ে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ আগস্ট) বিকেলে লোহাগড়া উপজেলার লুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত সোহাগকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামলার শিকার সোহাগের স্বজনদের অভিযোগ, সোহাগ রানা সম্প্রতি লুটিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগে থেকেই অহিদুর সরদার, ইসলাম মোল্যার নেতৃত্বে এলাকার সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সোহাগ চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওষুধের দোকানে চড়াও হয়। নির্মমভাবে কুপিয়ে ক্যাশ বাক্সে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে সোহাগের পরিবার ও আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উচ্চতর চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান জানান, এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে হামলার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

৬ লাখ টাকা লুটিয়া বাজারে লোহাগড়া

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর