শেখ হাসিনার মতো নেতা আছেন বলে আজও রাজনীতি করছেন, বিএনপিকে কাদের
৯ আগস্ট ২০২০ ১৬:৩১ | আপডেট: ৯ আগস্ট ২০২০ ২২:১৯
ঢাকা: বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনাদের স্মরণ করতে অনুরোধ করছি, শেখ হাসিনার মতো উদার মানবতাবাদী নেতা আছেন বলে আজও এদেশে রাজনীতি করছেন। তাই যারা ঘোলা পানিতে মাছ শিকারের চিরাচরিত ষড়যন্ত্রে বিশ্বাসী, তাদের সকল অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।’
রোববার (৯ আগস্ট) সকালে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের মনের ভাষা, চোখের ভাষা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বোঝেন বলেই যেকোনো বিষয়ে সরকার দ্রুততম সময়ে রেসপন্স করেন। আমরা আগেও বলেছি, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মাঝে প্রমাণ পেয়েছেন।’
তিনি বলেন, ‘রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। সেটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই অনেক কথা বলছেন। আমি বলতে চাই, ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান এবং অন্যান্য অনিয়ম যেখানে হচ্ছে, সেইসব হাসপাতালে অভিযান চালানোর ব্যাপারে সরকারকে কেউ বলে দেয়নি, কারও পরামর্শেও সরকার অভিযান পরিচালনা করেননি। শেখ হাসিনা নিজেই এসকল অনিয়ম উদঘাটন করেছেন। তিনি অনিয়ম ধামাচাপা দেয়ার চেষ্টা করেননি। স্বতঃপ্রণোদিত হয়েই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’
বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘যারা সমালোচনা করছেন, তাদের সময়কালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তারা কি কোনো ব্যবস্থা নিয়েছিলেন? দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলকভাবে দলীয় বা প্রশাসনিক কোনো ব্যবস্থার নজির আছে কি? দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের সফলতা ছিল। দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে বিএনপি প্রমাণ করেছে, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।‘
শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্ঠা করেননি। যে দলেরই হোক, বিচারের মুখোমুখি করেছেন। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে হত্যাকারীরা দলীয় পরিচয়ে ছাড় পায়নি। বুয়েটের মেধাবী ছাত্র আরবার হত্যা, বরগুনার রিফাত শরীফ, ফেনীর নুসরাতসহ অন্যান্য ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনেছে।‘
আটক দুই শিক্ষার্থীর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘যারা পুলিশ হেফাজতে সিফাত আর শিপ্রার জীবননাশের সংশয় প্রকাশ করছেন এবং পরিবারকে উদ্বেগের মধ্যে রেখেছেন; তাদের বলবো, না জেনে কোনো মহলের উসকানিতে বিভ্রান্ত হবেন না। যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে হত্যাকারীদের আশ্রয়-প্রশয় দেয়, পুর্নবাসন করে, বিদেশি দূতাবাসে চাকরি দেয়, শুধু তাই নয় বিচার রহিত করার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। সেটাতেই ক্ষান্ত না থেকে সংবিধানকে কলংকিত করে বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচার হবে না এই মর্মে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয় কলংকিত আইন। তাদের মুখে বিচারের কথা শোভা পায় না।’
বিএনপিকে আয়নায় নিজের মুখ দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের রাজনীতিতে উদারতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে, ২১ আগস্ট যারা তাকে হত্যার প্রাইম টার্গেট করেছিল এখনো যে বুলেট তাকে তাড়া করছে, তারপরও তিনি আহ্বান জানিয়েছেন গণভবনে। বুকের কষ্ট চেপে সন্তান হারা মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন বেগম জিয়ার বাড়িতে। তখন তার সঙ্গে কি আচরণ করেছিলেন, তা কি ভুলেছেন? আপনারাও ভুললেও দেশের মানুষ ভুলেনি। আপনাদের স্মরণ করতে অনুরোধ করছি, শেখ হাসিনার মতো উদার মানবতাবাদী নেত্রী আছেন বলে আজো এদেশে রাজনীতি করছেন।’