Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পানির ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধার


৯ আগস্ট ২০২০ ১৩:২২ | আপডেট: ৯ আগস্ট ২০২০ ১৪:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিষ্কার করতে ট্যাংকে নামার পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

রোববার (৯ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে নগরীর হারবাতলী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

মৃত দুই শ্রমিক হলেন মো. রাজু আহমেদ (২৭) ও মো. খুরশিদ আলম রায়হান (২৮)। দুইজনেরই বাড়ি নোয়াখালীতে।

ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘দুই শ্রমিক পানির ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন। সেখানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে।’

চট্টগ্রাম টপ নিউজ পানির ট্যাংক লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর