Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরায় ব্যবসায়ী খুন: জড়িত স্ত্রীর বড় ভাই গ্রেফতার


৮ আগস্ট ২০২০ ২২:৫২

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আবাসন ব্যবসায়ী আবুল খায়েরকে পিটিয়ে হত্যার একমাত্র আসামি স্ত্রীর বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাত ১০ টার দিকে গুলশান জোনের ডিসি সুদীপ কুমার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামি হলেন, নিহত ব্যবসায়ীর স্ত্রীর বড় ভাই মিলন। প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

পুলিশ জানায়, মিলন নিহত ব্যবসায়ী আবুল খায়েরের সঙ্গে কাজ করতেন। টাকা নিয়ে বিরোধের জেরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে মিলন। পরে সে চাঁদপুরে পালিয়ে যায়। এক পর্যায়ে সে আবার ফিরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকারের পর আসামিকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। রোববার (৯ আগস্ট) সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানাবে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আবাসন ব্যবসায়ী আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করে মিলন। পরে পুলিশ শুক্রবার (৭ আগস্ট) সকালে তার মৃতদেহ উদ্ধার করে।

গ্রেফতার বসুন্ধরা ব্যবসায়ী খুন স্ত্রীর বড় ভাই