Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছরের শিশুর মৃতদেহ উদ্ধার, পুলিশের ধারণা খুন


৮ আগস্ট ২০২০ ১৯:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক দেড় বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা শিশুটিকে হত্যা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের স্তূপের পাশ থেকে মেয়ে শিশুর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের কোতোয়ালি জোনের (এসি) সহকারী কমিশনার নোবেল চাকমা।

বিজ্ঞাপন

নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চট্টগ্রাম বন্দরের বুলডোজার-বড় যানবাহনসহ বিভিন্ন যন্ত্রাংশ রাখার একটি স্থান আছে। সেখানে পাহারা দেওয়ার জন্য আনসার নিয়োজিত আছে। যন্ত্রাংশের স্তূপের পাশে একটি টিনশেড ঘরের পাশে মৃত বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেওয়া হয়। আমরা গিয়ে সেটি উদ্ধার করি। শিশুটির কপালে এবং ঘাড়ে আঘাতের চিহ্ন আছে। ধারণা করছি, সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে তাকে হত্যা করে মৃতদেহটি সেখানে ফেলে গেছে।’

শিশুটির পরিচয় পাওয়া যায়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘বয়স আনুমানিক দেড় বছর। আশপাশের এলাকার বাসিন্দাদের কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেননি। নগরীর ১৬ থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। পরিচয় বের করার চেষ্টা চলছে।’

খুন চট্টগ্রাম শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর