Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছায় বাসচাপায় সিএনজি চালকসহ নিহত ৭


৮ আগস্ট ২০২০ ১৯:০৫ | আপডেট: ৯ আগস্ট ২০২০ ০০:৩০

ময়মনসিংহ: ময়মনসিংহ-জামালপুর সড়কে রাজীব পরিবহনের একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ সাত জন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে মুক্তাগাছার মানকোন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে সিএনজি অটোরিকশা চালকসহ চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও তিন জন মারা যান। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা দুমরে-মুচড়ে গেছে। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সিএনজি চালক মুক্তাগাছা চেচুয়া গ্রামের আলাদুল (৩৫), ইচাখালি গ্রামের নজরুল ইসলাম (৩৫), টাঙ্গাইলের মধুপুরের নয়াপাড়া গ্রামের নুরু (৩৫), তাসলিমা (২৮) ও লিজা (১২)। অপর দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মুক্তাগাছা থানার উপপরিদর্শক আমিনুল জানান, চেচুয়া বাজার থেকে মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশাকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের বাস চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মুক্তাগাছা সাত জন নিহত সিএনজি অটোরিকশা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর