Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে কমছে বন্যার পানি


৮ আগস্ট ২০২০ ১৮:৪৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কমমে শুরু করেছে বন্যার পানি। শনিবার (৮ আগস্ট) সকাল ৬টায় মুন্সীগঞ্জের পদ্মা নদীর ভাগ্যকূল পয়েন্টে ৬ দশমিক ৫৩ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপরে। এদিকে মাওয়া পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সরকারি হিসাবে, মুন্সীগঞ্জ সদর, টংগিবাড়ী, শ্রীনগর, গজারিয়া ও লৌহজং উপজেলার ২৯টি ইউনিয়নের ১৮৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এরমধ্যে, লৌহজং উপজেলার ৪৯টি গ্রাম, শ্রীনগর উপজেলার ৬৮টি গ্রাম, টংগিবাড়ী উপজেলার ৪২টি গ্রাম, সদর উপজেলার ২৪টি গ্রাম ও গজারিয়া উপজেলার ছয়টি গ্রাম প্লাবিত।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ৪০ হাজারের বেশি পরিবার। ৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল জানান, জেলায় ২৪৭ মেট্রিকটন চাল, জিআর ক্যাশ ৩ লাখ টাকা, শিশু খাদ্য ২ লাখ টাকার, গো খাদ্য ৫ লাখ টাকার এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পানি বন্যা মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর