Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নীরবে-নিভৃতে স্বাধীনতার জন্য কাজ করেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা’


৮ আগস্ট ২০২০ ১২:২০ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ১৫:৩৬

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নীরবে নিভৃতে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করেছিলেন জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে তার অনেক বড় ভূমিকা ছিল। জাতির পিতা যখন কারাগারে বন্দি তখন তিনিই এ জাতিকে নিজের পরিবারের মতো আগলে রেখেছিলেন।

শনিবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের আলাপকালে ডিএসসিসি মেয়র এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র শেখ তাপস বলেন, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রচারবিমুখ ছিলেন। নীরবে নিভৃতে কাজ করেছেন। তার স্বামী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি ছায়ার মতো আগলে রেখেছিলেন। বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, তখন তিনি আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়েছিলেন। তার অবদান সেভাবে প্রকাশিত হয়নি। কিন্তু আজ ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তিনি না হলে হয়ত বা বঙ্গবন্ধুর পক্ষে এরকম বিশাল অর্জন সম্ভব নাও হতে পারত।’

মেয়র আরও বলেন, ‘বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিরবে নিভৃতে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করেছেন। তার স্বামী যতদিন কারাগারে ছিলেন তিনি তখন যেমনি বাঙালি জাতিকে সুসংগঠিত করার জন্য নিবেদিতভাবে কাজ করেছেন ঠিক তেমনি তিনি বাঙালি জাতিকে পরিবারের মতো আগলে রেখেছিলেন। আজ তার ৯০তম জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার প্রতি শ্রদ্ধানিবেদন করছি।’

মেয়র আরও বলেন, ‘আর কয়েক দিন পরেই ১৫ আগস্ট। এই ১৫ আগস্টে মাত্র ৪৯ বছর বয়সে তিনি তার স্বামীর সঙ্গে জীবন দিয়েছেন। অসীম সাহসিকতা বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা ছিল তার। কীভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা তিনি জানতেন। সেটা জানত বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে তিনি স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

ডিএসসিসি মেয়র ঢাকা দক্ষিণ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গমাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর