শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
৮ আগস্ট ২০২০ ১০:০১ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ১৪:০৬
মুন্সিগঞ্জ: প্রমত্তা পদ্মায় তীব্র স্রোতের কারণে ঘাট এলাকায় ভাঙন আতংকে ও দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (৮ আগস্ট) সকাল ছয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পদ্মা নদীতে ঘূর্ণিস্রোতের কারণে রাতে ফেরি নির্দিষ্ট নৌ-রুট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন সম্ভাবনা থেকে সকল ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।
বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় শিমুলিয়া এক ও দুই নম্বর ঘাট থেকে শনিবার (৮ আগস্ট) সকাল থেকে ১৬টি ফেরির মধ্যে রো রো ফেরিসহ ৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোটসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে।
তবে, ঘাট এলাকায় যানবাহনের তেমন ভিড় নেই। শিমুলিয়া থেকে পারাপারের অপেক্ষায় সব মিলিয়ে অর্ধ শতাধিক যানবাহন রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, এক মাস যাবত এই নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় ফেরি চলাচল বন্ধ রাখছে বিআইডব্লিউটিসি।