Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে ডিএনসিসির বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, জেনে নিন ঠিকানা


৭ আগস্ট ২০২০ ২০:৪৪ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ১০:০৪

ঢাকা: আগামীকাল শনিবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি শুরু হবে। আগস্টের শেষ পর্যন্ত চলবে এ কর্মসূচি। কারও ডেঙ্গুজ্বরের আশঙ্কা হলে তিনি যাতে সহজে ও বিনামূল্যে পরীক্ষা করাতে পারেন সে জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডিএনসিসি এলাকার ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে এ পরীক্ষা কার্যক্রম চলবে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

‘ম্যাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু’ কর্মসূচির আওতায় ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি যেসব স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করা হবে ওয়ার্ডভিত্তিতে সেগুলোর তালিকা দেওয়া হলো।

১ নম্বর ওয়ার্ড: ১৩ আগস্ট, নব জাগরণী ক্লাব, সেক্টর-৪, উত্তরা।

৯ নম্বর ওয়ার্ড: ৮ আগস্ট, বাগবারি এসসি, ১২২/ক, দুয়ানী পাড়া, কমরুদ্দিনের বাসা। ১৬ আগস্ট, ২৫ দিয়াবাড়ি এসসি, নাজিমুদ্দিনের বাড়ি। ২৫ আগস্ট, ৭০ হরিরামপুর মৃত শামসুল হকের বাড়ি, জহির ফার্মেসির পিছনে। ৩১ আগস্ট, সিটি কলোনী, নিউ ফোরলেন, খলিলের বাসা, মসজিদের কাছে।

১০ নম্বর ওয়ার্ড: ১৮ আগস্ট, ওয়ার্ড কাউন্সিলর অফিস।

১১ নম্বর ওয়ার্ড: ২২ আগস্ট, ওয়ার্ড কাউন্সিলর অফিস।

১২ নম্বর ওয়ার্ড: ৮ আগস্ট, টিটু মিয়ার বাড়ি, ৫৪/৭ এ শাহ আলী বাগ, মিরপুর-১; ১০ আগস্ট, পাইকপাড়া সমিতি ঘর, পাইকপাড়া, মিরপুর-১; ১৩ আগস্ট, বাস্তুহারা সমিতি ঘর, ৭০৭ জনতা হাউজিং বস্তি, মিরপুর-১; ১৮ আগস্ট, মমিনের বস্তি, উত্তর তোলার বাগ, মিরপুর-১; ২৭ আগস্ট; নাহার কেজি স্কুল, ১৪৪/ক, শাহ আলী বাগ, মিরপুর-১, ঢাকা।

১৩ নম্বর ওয়ার্ড: ৯ আগস্ট, ৮২৪, মনিপুর।

বিজ্ঞাপন

১৬ নম্বর ওয়ার্ড: ২০ আগস্ট, ওয়ার্ড কাউন্সিলর অফিস, ৩০ আগস্ট জসিম মোল্লার বাড়ী, আলুব্দী গ্রাম, মিরপুর, ঢাকা; ৮ আগস্ট, বিশ্বভিলা, বাড়ী-১৭, রোড-৬, রুপনগর, মিরপুর, ঢাকা; ১৬ আগস্ট, বাড়ি-৯৫, রোড-৬, ব্লক-খ, উত্তর বিশিল, মিরপুর-১, ঢাকা; ২৩ আগস্ট, রহিমের ক্লাব, ব্লক-ট (বস্তি), সেকশন-৬, মিরপুর, ঢাকা।

১৭ নম্বর ওয়ার্ড: ২৬ আগস্ট, সিকদার স্কুল, খিলখেত।

১৮ নম্বর ওয়ার্ড: ২২ আগস্ট, আওয়ামী লীগ ক্লাব, কালাচাঁদপুর; ১৫ আগস্ট, কাউন্সিলর অফিস।

১৯ নম্বর ওয়ার্ড: ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট, কড়াইল বস্তি, মহাখালী।

২০ নম্বর ওয়ার্ড: ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট, কমিশনারের র্কাযালয়, ওয়্যারলেস, মহাখালী।

২১ নম্বর ওয়ার্ড: ৮, ১৮, ২২, ২৫, ২৯ আগস্ট, বাড্ডা জাগরণী ক্লাব, দক্ষিণ বাড্ডা, বাড্ডা হাই স্কুল, গুদারাঘাট, মধ্যবাড্ডা।

২২ নম্বর ওয়ার্ড: ৯ আগস্ট, ২১৮/৭/সি বালুর মাঠ, পূর্ব রামপুরা, ১৩ আগস্ট, ১৪৪/১ পূর্ব উলন, রামপুরা; ১৮ আগস্ট, আওয়ামী লীগ অফিস, জামতলা, পূর্ব রামপুরা; ১৯ আগস্ট, ১৪৯/৩/১ জাহাঙ্গীর বস্তি, বাগিচার টেক; ২৬ আগস্ট, ৫২/৪, উলন ঝিল পাড়, পশ্চিম রামপুরা।

২৩ নম্বর ওয়ার্ড: ৯ আগস্ট, দাবানল ক্লাব, ৩৮/৬, পূর্ব হাজিপাড়া; ১২ আগস্ট, কমিশনার অফিস, ৩৩০/বি তাল তলা, নতুন বাজার; ১৮ আগস্ট – ২৮ এ/২ মৌলভীর টেক; ২২ আগস্ট, মুক্তিযুদ্ধ ক্লাব, হাজিপাড়া; ২৬ আগস্ট, মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়; ২৭ আগস্ট, ৩৮/৪, পশ্চিম মালিবাগ।

২৪ নম্বর ওয়ার্ড: ২৭ আগস্ট, দিপিকার মোড়, আওয়ামী লীগ ক্লাব, সাত রাস্তার মোড়ের পার্শ্ববর্তী।

২৫ নম্বর ওয়ার্ড: ৮, ১৫, ২২ আগস্ট, কমিশনার বাড়ি; ১১, ১৮, ২৫, ৩০ আগস্ট, ভুলু সাহেবের বাড়ি।

ডিএনসিসি ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর