Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার নারী রিমান্ডে


৭ আগস্ট ২০২০ ১৮:৩৮

ঢাকা: রাজধানীর পল্লবীতে ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মাদক ব্যাবসায়ী মোছা. আনোয়ারী বেগমের (৪০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মাহমুদুল হাসান আসামি আনোয়ারী বেগমকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাতে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে একটি দল রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারী বেগমকে গ্রেফতার করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর দিপা বিশ্বাস জানান, আনোয়ারী (৪০) নামে ওই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার জন্য তিনি মিরপুরের ডন বলে পরিচিত।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, মিরপুরের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়েছে। দুটো মোবাইল ফোন ব্যবহার করে তিনি মাদকের কারবারি চালাতেন। ওই ফোন দুটোও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ারী জানিয়েছেন, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্লবীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট চারটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

রিমান্ড হেরোইন

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর