Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে ২ কোটি টাকার হেরোইনসহ নারী আটক


৭ আগস্ট ২০২০ ১৬:১৭

ঢাকা: রাজধানীর পল্লবীতে ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর দিপা বিশ্বাস জানান, আনোয়ারী (৪০) নামে ওই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার জন্য তিনি মিরপুরের ডন বলে পরিচিত। ওই নারীকে ধরতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, মিরপুরের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়েছে। দুটো মোবাইল ফোন ব্যবহার করে তিনি মাদকের কারবারি চালাতেন। ওই ফোন দুটোও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ারী জানিয়েছেন, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্লবীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট চারটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদক ব্যবসা মিরপুরম র‌্যাব হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর