রাজধানীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল পর্বতারোহী রেশমার
৭ আগস্ট ২০২০ ১৫:৩২
ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর লেক রোড এলাকায় একটি মাইক্রোবাসের চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৪) নিহত হয়েছেন। পেশায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রত্না বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে শেরে বাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রেশমা। এসময় একটি কালো রঙের মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে রত্না গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরও বলেন, রেশমা ধানমন্ডি এলাকায় আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি মিরপুর এলাকায় থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন বলে জানতে পেরেছি।
রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালে কেওক্রাডংয়ে চড়েন রেশমা। পর্বতারোহণ সেই শুরু। এরপর ভারত থেকে তিনি এ বিষয়ে প্রশিক্ষণ নেন। তবে প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি আহত হন। পরে ব্যক্তি উদ্যোগেই পাহাড়ে চড়ার বিষয়ে প্রশিক্ষণ নেন তিনি। গত বছর ভারতের লাদাখে অবস্থিত স্টক কাঙরি পর্বত ও কাং ইয়াতসে-২ পর্বতে আরোহণ করেছিলেন তিনি। দু’টি পর্বতের উচ্চতাই ছয় হাজার মিটারের বেশি। রেশমা সাইক্লিংও করতেন বলে জানা গেছে।
টপ নিউজ পর্বতারোহী রেশমা বাইসাইকেল মাইক্রোবাসের চাপা রেশমা নাহার রত্না সাইক্লিং