Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনাক্ত ছাড়াল আড়াই লাখ, মৃত ৩৩৩৩


৭ আগস্ট ২০২০ ১৪:৩৯ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ১৮:১২

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ২৭ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩ হাজার ৩৩৩ জন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত ২ হাজার ৮৫১ জন শনাক্ত হয়েছেন। তাতে করে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে আড়াই লাখ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ হাজার ৭৬০ জন সুস্থ হয়ে উঠেছেন। তাতে দেশে মোট ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে উঠলেন, যা মোট আক্রান্তের ৫৭ দশমিক ৬৬ শতাংশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও একটিসহ মোট ৮৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে। এদিন নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২৫৩টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৯টি। এ নিয়ে মোট ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি নমুনা পরীক্ষা করা হলো।

গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ২ হাজার ৮৫১ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৫২ হাজার ৫০২ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ। আর সার্বিক হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। যারা  কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে, তাদের মধ্যে পুরুষ ৭১ শতাংশ, নারী ২৯ শতাংশ।

বুলেটিনে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৩ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ, ৩ জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৩০ জন বা ৭৮ দশমিক ৯১ শতাংশ এবং নারী ৭০৩ জন বা ২১ দশমিক ০৯ শতাংশ।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর