Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরা থেকে সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরের লাশ উদ্ধার


৭ আগস্ট ২০২০ ১৩:৩২ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ১৪:০১

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরের লাশ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। আগের দিন সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাসা থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লক থেকে আবুল খায়েরের লাশ উদ্ধার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান সারাবাংলাকে বলেন, সকালে টহল টিম এ ব্লকে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল পাঠানো চ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে ধারণা করছি, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহতের ভাই আব্দুল বারী বাবলু সারাবাংলাকে বলেন, গতকাল (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফোন করে তাকে বাইরে যেতে বলা হয়। আমরা বাইরে যেতে বারণ না করলেও সে জানায়, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কাছেই থাকবে, চলে আসবে। কিন্তু তার আর খোঁজ পাওয়া যায়নি।

তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতেই বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। কিন্তু সকাল হতে না হতেই তার লাশ পাওয়া গেল।

আব্দুল বারী বাবলু আরও বলেন, আমার ভাই ডেভেলপারের ব্যবসা করত, ফলে জমি বেচাকেনার কাজ করতে হতো। মাঝে মাঝে দালালদের (মধ্যস্থতাকারী) মাধ্যমেও বেচাকেনা করতে হতো। কিছুদিন আগে ভাই আমাকে বলেছিল, কোনো একজন দালাল চাঁদা দাবি করেছিল। এটা নিয়ে ও একটু চিন্তিত ছিল। তবে বলছিল, এটার সমাধানও হয়ে যাবে। তারপর আর জানতে পারিনি। তাই আমার ও আমার ভাইয়ের পরিবারের ধারণা, এরকম কোনো কারণ তাকে হত্যার পেছনে থাকতে পারে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

বিজ্ঞাপন

নিহত আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নাম্বার রোডের ৬৯২ নম্বর বাসা জালাল গার্ডেনে পরিবার নিয়ে বসবাস করতেন। স্ত্রী এবং এক ছেলে-এক মেয়ে রয়েছে তার।

আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকা লাশ উদ্ধার সজীব বিল্ডার্স সজীব বিল্ডার্সের মালিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর