বৈরুত বিস্ফোরণ: লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ
৭ আগস্ট ২০২০ ১১:৩৮
লেবাননের রাজধানী বৈরুত বন্দরে শক্তিশালী রাসায়ানিক বিস্ফোরণে সরকারি অবহেলার অভিযোগ এনে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। খবর বিবিসি।
লেবাননের পার্লামেন্ট ভবনের কাছে বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ও বিক্ষোভ দমন করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে, ২০১৩ সাল থেকে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদ অবস্থায় ফেলে রাখা হয়েছিল বৈরুত বন্দরে। ওই রাসায়ানিক মজুত থেকে মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। এখনো নিখোঁজ বহু মানুষ। তাই হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই, তিন লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বন্দরের মহাব্যবস্থাপকও রয়েছেন। এছাড়াও, বিস্ফোরণের পর বুধবার (৫ আগস্ট) স্থানীয় এমপি মারওয়ান হামাদহসহ আরো দুই শীর্ষ সরকারি কর্মকর্তা পদত্যাগ করেছেন।
পাশাপাশি, ওই শক্তিশালী বিস্ফোরণ লেবাননে নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজনীয়তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে মনে করেন জর্ডানে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত ট্রেসি শামৌন। তিনি নিজেও বৃহস্পতিবার (৬ আগস্ট) পদত্যাগ করেছেন।
অন্যদিকে, বৈরুতে বিস্ফোরণের পর আন্তর্জাতিক নেতাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোই প্রথম লেবানন সফর করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বৈরুতের অবস্থা পরিদর্শনের সময় লেবাননে দেশ পরিচালনায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে ম্যাক্রো উল্লেখ করেন। এছাড়াও, ওই ঘটনার আন্তর্জাতিক তদন্ত আহ্বান করেন তিনি। ফ্রান্সের একটি উদ্ধারকারী দল বৈরুতে উদ্ধার কাজে অংশ নিচ্ছে। ধ্বংসস্তুপের নিচে এখনো জীবিত মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করছেন তারা।