করোনায় আক্রান্ত হয়ে চবি শিক্ষকের মৃত্যু
৭ আগস্ট ২০২০ ০৮:১০ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ০৮:৫৪
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক শফিউল আলম তরফদার মারা গেছেন। ৫৪ বছর বয়সী শফিউল আলম গণিত বিভাগের শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট ) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফোরকান এ তথ্য জানিয়েছেন।
ফোরকান বলেন, গত ৯ জুন শফিউল আলম তরফদার করোনা পজিটিভ হন। এরপর চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর তার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) রাতে তিনি মারা গেলেন।
করোনাভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শিক্ষক