Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু দুর্নীতির ষড়যন্ত্র : কমিশন গঠন প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি


১০ ডিসেম্বর ২০১৭ ১২:৫৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৩৮

পদ্মাসেতু প্যানারোমা

স্টাফ করেসপন্ডেন্ট 

ঢাকা : পদ্মাসেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের বিষয়ে আগামী ১১ ফেব্রুয়ারি রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগে তদন্ত কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন আদালত। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এই আদেশ দেন।

কমিশন গঠনে সেতু বিভাগ থেকে উপপ্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানকে সুপারিশ করা হয়েছে বলে আদালতকে জানান সেতু বিভাগের আইনজীবী মো. আব্দুন নূর দুলাল। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গত ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুদকের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।

হাইকোর্টের আদেশ অনুযায়ী এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়।

গত ১৪ ফেব্রুয়ারি  একটি জাতীয় দৈনিকে `ইউনূসের বিচার দাবি : আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকার সংবাদের কথা নজরে নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

সারাবাংলা/এজেডকে/টিএম/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর