Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ট্রাক চাপায় দুলাভাই-শ্যালিকার মৃত্যু


৬ আগস্ট ২০২০ ১৯:২০

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দু’জন সর্ম্পকে দুলাভাই-শ্যালিকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান ও তার শ্যালিকা নাজমা আক্তার মোটরসাইকেলযোগে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।

বিজ্ঞাপন

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড় আব্দুল মজিদের ছেলে এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে অবরোধ তুলে নেয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক এবং চালকের খোঁজ পাওয়া যায়নি। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

দুলাভাই-শ্যালিকা মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর