Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু


৬ আগস্ট ২০২০ ১৭:০৫

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ন আহম্মেদ ঢাকা সিটি করপোরেশনে ও তার স্ত্রী ইয়াসমিন মানিকগঞ্জের মুলজান পল্লীবিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। নিহতরা মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা জানান, সকালে পল্লীবিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে দিয়ে যাওয়ার সময় অফিস গেটের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাস তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। আর মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

দুর্ঘটনা মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর