Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়ায় আরও এক ফেরিঘাট পদ্মায় বিলীন, বন্ধ ফেরি চলাচল


৬ আগস্ট ২০২০ ১১:৪০ | আপডেট: ৬ আগস্ট ২০২০ ১৫:০১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়াঘাট এলাকায় আবারও শুরু হয়েছে পদ্মার ভাঙন। দ্বিতীয় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডাব্লিউটিসি শিমুলিয়ার ৪ নং ফেরিঘাট।

বুধবার (৫ আগস্ট) দিনগত রাত আড়ইটার দিকে ভাঙন শুরু হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪ নং ফেরি ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট নদীতে বিলীন

এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচলা বন্ধ করে দিয়েছে ঘাট কতৃপক্ষ। ভাঙন এখনো চলমান রয়েছে।

এ নিয়ে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভাঙনে শিমুলিয়ার চারটি ফেরিঘাটের মধ্য দুটি ঘাট বিলীন হলো। এর আগে গত ২৮ জুলাই  স্রোতের কারণে ভেঙে যায় ৩ নং রো রো ফেরিঘাট।

বিআউডাব্লউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এর মধ্যেই ৪ নং ফেরিঘাটসহ অ্যাপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। সকাল ৭টায় সবশেষ ফেরিটি কাঠালবাড়ির উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ফেরিসহ সকল নৌযান বন্ধ রয়েছে। ভাঙন দ্বিতীয় ভিআইপি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে।

 

ফেরিঘাট শিমুলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর