Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈরুতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪, আহত ১০০


৫ আগস্ট ২০২০ ২২:১৪ | আপডেট: ৬ আগস্ট ২০২০ ০২:১৪

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই বিস্ফোরণে চার জন বাংলাদেশির মৃত্যু হলো। আরও একশ জন প্রবাসী বাংলাদেশি এ ঘটনায় আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

এ ছাড়া বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা বিজয়’র ২১ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার হাজার মানুষ।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ মিশন বুধবার (৫ আগস্ট) রাতে এক বার্তায় জানিয়েছে, ‘গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) আনুমানিক বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বৈরুত পোর্টে শক্তিশালী দুইটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে প্রথমে দু’জন বাংলাদেশির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া যায়। পরবর্তী সময়ে আরও দু’জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।’

জানা গেছে, নিহত চার জন বাংলাদেশি হচ্ছেন— মাদারীপুরের মিজান, কুমিল্লার রেজাউল এবং ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল। তারা চার জনই বৈরুতে বৈধভাবে কাজ করতেন।

আরও পড়ুন-

বৈরুত বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত

বৈরুত বিস্ফোরণ: মৃত ৭৮, আহত ৪ হাজার

বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫০, আহত ৩ হাজার

বৈরুত বিস্ফোরণ: বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত

বৈরুতে জরুরি খাদ্য ও চিকিৎসাসেবা পাঠানোর কথা ভাবছে ঢাকা

৪ বাংলাদেশি আহত একশ টপ নিউজ বাংলাদেশির মৃত্যু বৈরুত বিস্ফোরণ বৈরুতে বিস্ফোরণ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর