বিনা টিকিটে ভ্রমণ করায় জয়পুরহাটে ৪৫ ট্রেন যাত্রীকে জরিমানা
৫ আগস্ট ২০২০ ২১:০৭
জয়পুরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণ করায় জয়পুরহাটে ৪৫ জন ট্রেন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী দফতর এই জরিমানা আদায় করে।
রেলওয়ের পাকশি অঞ্চলের বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, আন্তঃনগর রুপসা, নীল সাগরসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করে বিনা টিকিটে ভ্রমনের জন্য ৪৫ জন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার ২00 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়াও স্বাস্থ্যবিধি অনুযায়ী রেল ভ্রমনের জন্য গনসচেতনতামুলক প্রচার-প্রচারনা চালানো হয়। বিনা টিকিটের ভ্রমণ করা যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানে জয়পুরহাট রেলস্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব, রেলওয়ে পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন।