Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে পুকুর থেকে সিএনজিসহ যুবকের মরদেহ উদ্ধার


৫ আগস্ট ২০২০ ১৮:৩৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মাসদাইরের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুকুর থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ আবদুল্লাহ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দুপুরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ আবদুল্লাহর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ মাসদাইর এলাকার আবু হানিফের ছেলে।

আবদুল্লাহর বাবা আবু হানিফ জানান, ৪ আগস্ট সকাল ১১টায় আব্দুল্লাহকে বকাঝকা করলে তিনি ঘর থেকে বের হয়ে যান। ভোর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মিনারুল কাজী জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা পুকুর থেকে এক যুবকের লাশ উঠিয়ে রেখেছে। পরে পুকুর থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়। যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তাই এটা দুর্ঘটনা নাকি হত্যা তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর