Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় হাওর দেখতে গিয়ে প্রাণ গেল ১৭ জনের


৫ আগস্ট ২০২০ ১৭:২৪ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ২০:৪০

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার রাজালীকান্দা হাওরে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ট্রলারের আরও ৩০ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয় পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ট্রলারডুবির এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর যে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা ময়মনসিংহের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। হাওর দেখতে এসেছিলেন তারা।

নেত্রকোনা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল জুনায়েদ সারাবাংলাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানা গেছে, ওই ট্রলারে ৪৮ জন ছিলেন। তারা হাওর দেখতে এসেছিলেন। উচিতপুর ঘাট থেকে ট্রলারটি রওনা দিয়ে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। রাজালীকান্দা হাওর এলাকায় গিয়ে ট্রলারটি ডুবে যায়।

জুনায়েদ জানান, ট্রলারে থাকা ৪৮ জনের মধ্যে ১৭ জনের উদ্ধার করা হয়েছে। বাকিদের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও একজন এখন পর্যন্ত নিখোঁজ আছেন। তাকে খুঁজে বের করতে ফায়ার সার্ভিসসহ পুলিশ কাজ করছে।

ঘটনাস্থলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত আছেন।

টপ নিউজ ট্রলারডুবি মদন উপজেলা হাওরে ট্রলারডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর