২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৬৫৪ জন
৫ আগস্ট ২০২০ ১৪:৪১ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ১৭:৫১
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৩ জন। একই সময়ে ২ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সারাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭ জনে।
বুধবার (৩ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এছাড়া তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৩২ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯৬৪ জনের। এ পর্যন্ত পিসিআর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৬০টি। এ পর্যন্ত মোট পিসিআর পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।