বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
৪ আগস্ট ২০২০ ২২:২১ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ০৩:২২
লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় এ বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা শহর।
বার্তাসংস্থা রয়টার্স ও আল জাজিরা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণটি শহরের বন্দর এলাকায় ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বহু আহত মানুষ দেখা গেছে। বন্দর এলাকার বড় অংশে বহু ইমারত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার স্থানীয় প্রতিনিধি বলেন, আমি রাস্তায় হাঁটছিলাম। বিস্ফোরণের সময় রাস্তা থেকে ছিটকে মাটিতে পড়ি। শহরজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা বিরাজ করছে।
Another video I took of the massive explosion near #Beirut’s port. pic.twitter.com/MNt3wiNTLN
— Timour Azhari (@timourazhari) August 4, 2020
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যমে বিশ্লেষকরা এ ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে মনে করছেন। এদিকে সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, লেবাননের রাজধানীর বিভিন্ন হাসপাতাল আহত মানুষে ভরে গেছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বহু হতাহত ও ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর জানা গেছে।